পত্রিকা – মহাপ্রেমিক হে ধার্মিক

কাঙাল আব্দুর রহমান

মহাপ্রেমিক, হে ধার্মিক, রহিম রহমান
দয়াল মুর্শিদ, কোরান মজিদ, বেনজীর চাঁন।

কেবলা কাবা দয়াল বাবা
এসো এ হৃদয়ে –
দয়া করে এসো হে, ডাকে তোমার আশেকান।

দয়াল খাজা তুমি রাজা
অধম কাঙাল তোমার প্রজা –
পূজারী হয়ে তোমার, করি গুণগান।

মানুষ ভজন কর্ম শেখালে
সত্য সুপথ তুমি দেখালে –
দেখা দিও নিদান কালে, হে সুমহান।

কভু ভুল হলে শুধরে দিও
শুদ্ধ করো মোরে প্রিয় –
নিও তোমার করে, কাঙালের মনপ্রাণ।

আপন খবর