সংকলন – লাবিব মাহফুজ চিশতী
গজনীর সুলতান মাহমুদ একবার মহান ওলী হযরত আবুল হাসান খারকানি (র) এর সঙ্গে মোলাকাত করে তার কাছে আরেক মহান ওলী হযরত বায়েজিদ বোস্তামী (র) সম্পর্কে জানতে চান।
হযরত আবুল হাসান খারকানি (র) বলেন, যে বায়েজিদকে অনুসরণ করবে, সে মুক্তি পাবে। যে বায়েজিদকে দেখেছে এবং অন্তরে ভালোবাসা অনুভব করেছে, সে প্রশান্তি লাভ করবে।
সুলতান মাহমুদ বললেন, এটা কিভাবে সম্ভব? আবু জাহেল ও তো রাসুল পাক (সা) কে দেখেছে?
হযরত খারকানি (র) জবাবে বললেন, আবু জাহেল রাসুল পাক (সা) কে দেখতে পায় নি। সে দেখেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। যদি সে রাসুলে পাক (সা) দেখতো, তাহলে নিশ্চিত সে হেদায়েত প্রাপ্ত হত।
(তারা আপনার দিকে তাকিয়ে আছে, অথচ আপনাকে দেখতে পাচ্ছে না – আরাফ 198)
তিনি আরো বললেন, চর্মচক্ষু সে মাহাত্ম্যকে দেখতে পায় না। একমাত্র জ্ঞান-নয়ন সে গুপ্ত মহিমাকে ধরতে পারে।
সংকলন – লাবিব মাহফুজ চিশতী