আপন ফাউন্ডেশন

বাণী – রয়ে যাবে শুধু প্রেম

Date:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. নির্জনে যখন কাঁদি, তখনই তিনি শোনেন সবচেয়ে স্পষ্ট।

2. আত্মার কান্না হল আল্লাহর কন্ঠের অনুবাদ, যা কখনো ব্যার্থ হয় না।

3. মুক্ত প্রেমটিই আল্লাহর প্রেম।

4. যে চুপচাপ কাঁদে সেই জানে, প্রেম কিভাবে আগুন হয়ে ওঠে ভেতরে।

5. নিজের প্রতিটি তৃষ্ণাকে পুড়িয়ে ফেলো। তবেই রয়ে যাবে শুধু প্রেম।

6. তাফসির আমি পড়িনি, প্রেম-প্রযুক্ত আত্মা তথা অস্তিত্বকে প্রভূর আয়াতের জীবন্ত তাফসিরে পরিণত করেছি।

7. প্রভূ প্রেম আমাকে পরিণত করেছে এমন এক বিন্দুতে, যেখানে মিশে গেছে অনন্ত মহাবিশ্বের সকল সীমানা।

8. যদি তুমি সত্যিই প্রেমিক হও, তবে তোমার অস্তিত্বটিই হবে শেষ কুরবানী

9. আমি শূণ্য হইনি বলেই তিনি আসেননি। এই শূণ্যতার শিক্ষকের নাম ইশক।

10. আমার লেখা যখন ফুরিয়ে যাবে, তখনি হাতে কলম তুলে নেবে স্বয়ং প্রভূ।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

সাবস্ক্রাইব করুন

More Posts

Related articles