সংগীত – নিধুবনের নিধি তুমি

লাবিব মাহফুজ

নিধুবনের নিধি তুমি
বাঁশরী সুর বাজাও প্রাণে,
যমুনা পুলিনের তব জলকেলী
ছিটাও অবিরল, এই বদনে।

তব ত্রিভঙ্গ সাজে প্রভু, হে মায়া বিহারী
চরণে সঁপিলাম হৃদয় পুষ্পশয্যা উজারী,
হে মুরলীধারী, তব রাধা প্রেমও সুরে
ভাসাও যমুনা জলে, বিরহ মিলনে।

কালিন্দী ধারা যেমন, কূলে কূলে উছলায়
এ প্রাণ তেমনি প্রভু, ও রাঙা চরণে লুটায়,
হে মহান মহিমাময়, মোর হৃদ কদম্ব তলে
শোনাও বাঁশরী ধ্বনি, জ্বলনে, যাতনে।

রচনাকাল – 11/10/2018

আপন খবর