লেখক – লাবিব মাহফুজ চিশতী
1. রক্তে লেখা সত্যের নাম – হুসাইন (আ.)।
2. কারবালা – প্রেমের রক্তাক্ষরে লেখা চিরন্তন মহাকাব্য।
3. প্রতিটি হৃদয়েই জেগে ওঠে কারবালা – হুসাইন (আ.) এর প্রেমে।
4. জুলুমের বিরুদ্ধে রক্তের সমর, কারবালার জয় অবিনশ্বর।
5. আশুরা মানে আত্মা জাগানো রক্তঝরা প্রার্থনা।
6. আশেকের ইমাম হুসাইন (আ.) – আত্মার মেহরাব কারবালা।
7. শুকিয়েছে রক্ত, শুকায়নি অশ্রু – ভেজা দুনয়ন
কারবালার কান্না আজও বয়ে যায় – রুহে রাত্রদিন।
8. তৃষ্ণার্ত শিশুর বুকেও গেঁথেছিল তীর
তলোয়ারের নিচেও হয়নি নত, হুসাইনি সত্য শির।
9. প্রেমের পথে ত্যাগের চূড়ান্ত দান
প্রতি প্রেমিকের হৃদয়ে প্রেরণা হুসাইন।
10. আশেকের শেষ দান হয় প্রাণ, হাসিমুখে কুরবানি
কারবালা তে হুসাইন তাই, প্রেমের শিরোমণি।
লেখক – লাবিব মাহফুজ চিশতী