আপন ফাউন্ডেশন

১ – শুভেচ্ছা বাণী – সৈয়দ আবুল মকসুদ

Date:

Share post:

উদার সুফিবাদ বাঙালি সমাজের শত শত বছরের বৈশিষ্ট্য। শাস্ত্রীয় ইসলাম এবং লোকায়িত ধর্মমতের সঙ্গে কোনো বিভেদ সৃষ্টি না করে মধ্যযুগের আওলিয়া-দরবেশ ও আধ্যাত্মিক সাধকেরা সুফিবাদি দর্শন প্রচার করেছেন। কঠিন সাধনার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য পেতে চেয়েছেন, একই সঙ্গে ভালোবেসেছেন তার সৃষ্টিকে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ করেননি তারা । নানা বর্ণের সমন্বিত সংস্কৃতির বাঙালি সমাজে সুফি সাধকের যোগ করেন এক উদার মদবাদ। জাতি, ধর্ম, বর্ণ ও ভাষাভাষী নির্বিশেষে সব মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তারা।

ধর্মীয় মৌলবাদ, ধর্মান্ধতা, সামাজিক অস্থিরতা দিনদিন প্রকট হয়ে উঠছে। সংঘাতময় এই অশান্ত পৃথিবীতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই মতবাদ প্রচার যা মানুষের মধ্যে সম্প্র্রীতি ও ভালোবাসা স্থাপনে সহায়ক। সুফিবাদ বিষয়ক সাময়িকী ‘‘আপন খবর’’ আত্মপ্রকাশ করতে যাচ্ছে জেনে আমি বিশেষ আনন্দিত। মানুষের আধ্যাত্মিক জীবন গঠনে এই সাময়িকী ভূমিকা রাখবে এই প্রত্যাশা করি। আমরা একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠান করেছি।

‘আপন খবর’ এর মাধ্যমে উদার আধ্যাত্মিক, মানবতাবাদ ও প্রেমের বাণী প্রচারিত হলে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

সৈয়দ আবুল মকসুদ
কলামিষ্ট, প্রাবন্ধিক ও গবেষক

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles