ফকীর আতিকুর রহমান চিশতী
কর্মদোষে কানার দেশে, আইলি রে মন বারে বার
কেহ খুঁজতে চায়না আপন ভান্ড, গাট্টি টাইনা জীবন পার।
আহারে কি নিষ্ঠুর কানুন, ধর্ম সমাজের বেড়া
বিরাট শিশু আটকা পড়ে হয়েছে দিশাহারা!
কেউ শিখালো মূর্তি ভজতে, কেউ নিয়ে যায় নামাজ পড়তে
শত জনে শত মতে কেড়ে নেয় তার অধিকার।
মহাগুরু যোগী ঋষি দিলেন সব সত্য বিধান
ভোগবাদী আর জ্ঞানের কানা টানলো তাতে আবরণ!
মুক্তি পাওয়ার পথটি বন্ধ, আছে শুধু কামের গন্ধ
সাধক জনে সত্য বলে, কল্লা দিছে বহুবার।
মহাবিশ্বে কবে হবে মুক্ত শিশুর আগমন
নিরপেক্ষ শুণ্যবিন্দু করবে সে জন নিরুপণ!
যেই শক্তিতে মহাকর্ষ, নিয়ন্ত্রন হয় মহাবিশ্ব
সেই খানেতে আবাস করে, মানুষ করবে পারাপার।
ফকীর আতিক বলে ওরে মানুষ পাইলি এই মগজখানা
লোকের কথায় কেনো ঘুরো, সত্য কি বুঝতে চাওনা?
যেথায় থেমে গেছে মহাগুরু, তোমার সেথায় যাত্রা শুরু
পরম প্রভু সব জানাইতে গড়েছে আদম বাজার।