পত্রিকা – মানুষ খুঁজলে মানুষ পাবি

কাঙাল আব্দুর রহমান

মানুষ খুঁজলে মানুষ পাবি, নিত্যজ্ঞান হবে উদয়
মানুষ ভজে দেখো তাতে, বিরাজিছে দীন দয়াময়।

এই মানুষেরই হৃদকমলে, বিরাজ করে সাঁই আমার
সেই মানুষের ভজলে চরণ, পাবি তাঁরে হৃদ মাঝার।
প্রভূর ভজনালয় হয় এ মানুষ, তাঁরে ভজো রে মন সর্বদায়।

এই মানুষ মোহনায় খোদা, প্রকাশ করে আপন ধন
সে হয় খোদার প্রিয় বান্দা, যে হয় সরল সমর্পণ।
ভক্তি মনে ডাকলে তাঁরে, সে গুরুরুপে জাহের হয়।

না ভজিয়া মানুষ রতন, করে খোদার সন্ধান যে জনা
সে হয় মূর্খ, পায়না কভূ, পরম প্রভূর নমুনা।
তাই কাঙালে সকল ছাড়িয়া, দয়াল পদে রত রয়।

আপন খবর