পত্রিকা – উন্মোচন

দাউদ আহমেদ চিশতী

শিকড় হতে শাখা যত, দেখনা করে বিচরণ
দেখতে মানা এমন কথা, নাই কোথাও বিবরণ।

হয়তো কেহ থাকতে পারে, নাই ইহাতে পরিচয়
তাই বলে তো হাটছে যারা, ভয় দেখানো সঠিক নয়।

ফকির হতে সাধ যাহাদের, করতে ছাফার উন্মোচন
সুফিবাদে আপন খবর, জানতে কেহ নির্বাসন!

আকাশ বাণীর অসীম রূপ, সসীম দেহে সর্বদায়
সসীম রূপের ধ্যান করে যে, অসীম প্রাপ্তির অভিপ্রায়।

অসীম দেহ প্রকাশ হল, পঞ্চ ভাগে চেহেলতন
শিকড় হতে শাখা যতো, দেখনা করে উন্মোচন।

হয়তো কেহ বলতে পারে, আপন খবর কি’বা হয়
বলতে মানা নাই তাহাদের, মান-আরাফার পরিচয়।

শুদ্ধ জ্ঞানে ভক্তি ধ্যানে, স্বরূপেতে যার আঁখি
চিনতে পারে সেই মহাজন, সসীম দেহের প্রাণপাখি।

অনিত্য সংসার বিনে, নিত্যের জ্ঞান হয়কি আর
কলেমা রূপী বৃক্ষ আমি, শিকড় শাখা সবি তার।

আপন খবর