আপন ফাউন্ডেশন

Tag: রাধাকৃষ্ণ

প্রবন্ধ – সার্বজনীন দ্বৈতবাদ – রাধাকৃষ্ণ

লেখক - লাবিব মাহফুজ চিশতী এইযে রাধাকৃষ্ণ, এইযে সার্বজনীন দৈত্ববাদ, এর ইন্টারনাল সত্যটাকে বোঝা দরকার। কৃষ্ণ বা বিষ্ণু সার্বজনীন ত্রয়ীশক্তির অন্যতম। প্রকৃতিতত্ত্বে যে লীলায় রত বা...

সংগীত – শোনো রাধা মনস্কাম

শোনা রাধা মনস্কাম, ডাকছে রাধা প্রাণপতি, সাজায়েছি ধাম। রাতুলও চরণে এসে, শতদল কমলে বসে, মধূরও নয়নে হেসে, পুরাও মনষ্কাম।

সংগীত – তুমি কৃষ্ণ দীনের সারথী

তুমি কৃষ্ণ দীনের সারথী, মম হৃদয় রাধা সম, যাচি তব দ্বারে হে প্রেমময়, প্রেম দানে করো দেহ, প্রেমালিঙ্গন ধাম। - লাবিব মাহফুজ

সংগীত – ওগো ভক্তপতি জনার্দন, শ্রীকৃষ্ণ ভগবান

ওগো ভক্তপতি জনার্দন, শ্রীকৃষ্ণ ভগবান, স্তব মম জন্মাধিজন্মে দিও শ্রীচরণ। আকুলিনী আমি তব প্রেমও অভিলাষে, প্রেমময়ী মুরতী হেরী শিতলিত নয়ন।