লাবিব মাহফুজ
ওগো ভক্তপতি জনার্দন, শ্রীকৃষ্ণ ভগবান
স্তব মম জন্মাধিজন্মে দিও শ্রীচরণ
আকুলিনী আমি তব প্রেমও অভিলাষে
প্রেমময়ী মুরতী হেরী শিতলিত নয়ন।
আরাধনা ওগো পতি নয়নে প্রেম দাও যেমন
নাগীয় ফনে নৃত্ত করে ভক্ত বনে নাও।
সাধ্য নাই হে মধূসূদন, তব কৃপা চাহিবার
আপনি না করে দয়া, না দিলে দরশন।
শত শত গোপী লয়ে তুমি একা স্বামী
চলেছ সাঁই সব বাসরে রাধারে প্রণামী।
ভেদ তোমার আঁখিজলে, প্রেম সুরে এ গোকূলে
অধম লাবিবের এই হৃদয় মূলে, রাখিও চরণ।
রচনাকাল – 29-09-2012