সংগীত – তুমি কৃষ্ণ দীনের সারথী

লাবিব মাহফুজ

তুমি কৃষ্ণ দীনের সারথী
মম হৃদয় রাধা সম,
যাচি তব দ্বারে হে প্রেমময়
প্রেম দানে করো দেহ, প্রেমালিঙ্গন ধাম।

তব সকাশে চাহিয়া সদা
আঁখিদ্বয় হয় যেন সুশিতল
তব চরণও ধরিয়া যেন সর্বলোকে
ঝড়ে হৃদয় সারিত ধারা সম গঙ্গাজল।
হে কেশব ভক্তিরাজ, জগৎস্বামী
হৃদ মূলে রাধা যেন, ডাকে তব নাম।

আকাঙ্খা মম হে প্রেমাধিপতি
দাও মোরে প্রেম ভূষণ চরাচরে,
লোচনও চাতকী করো তোমা পানে
যেন রাধা জেগে থাকে, তব দুয়ারে।
শ্রী পতি ধরণিত জ্যোতি তব হাসি
স্তব দাওহে শক্তি, জানাতে প্রণাম।

রচনাকাল – 23/02/2012

আপন খবর