লাবিব মাহফুজ
শোনা রাধা মনস্কাম
ডাকছে রাধা প্রাণপতি, সাজায়েছি ধাম।
রাতুলও চরণে এসে
শতদল কমলে বসে
মধূরও নয়নে হেসে, পুরাও মনষ্কাম।
আসোগো মোর প্রাণ সখা
সর্বদুয়ার খুলে রাখা
বংশীধ্বনির সুরে মাখা- তব প্রেম নাম
গাইবো আমি নেচে নেচে, হেরী শ্রী নয়ন রূপম।
বীণা সুরে নাচায়ে গোকূল
ছড়াবো পথে হৃদ নৈবেদ্য ফুল
চরণে বাসনা আকুল, ফুটছে পদ্ম মত্ত মরম
হেথা রাঙায়েছি আসন তব, গেয়ে প্রাণবন্ধুর শ্রীনাম।
পদ্ম দোলে পাপড়ী লয়ে
মোর অঙ্গ তোমারী হয়ে
হৃদ কমলে চরণ পেয়ে, হবে সিদ্ধ ধাম
লাবিব বলে সে চরণে, শির নোয়ায়ে জানাই প্রণাম।
রচনাকাল – 04/05/2014