আপন ফাউন্ডেশন

Tag: torikoter bani

তরিকতের বাণী – মারেফতের বাণী

থেকো মন স্বচেতনে জ্ঞান নয়নে ঘুমাইও না। তুই ঘুমাইলে পড়বি ভূলে, হারাবি মূল ষোল আনা। দেওয়ান আব্দুর রশিদ চিশতী। মারেফতের বাণী

তরিকতের বাণী সমূহ – আধ্যাত্মিক বাণী

সমস্ত কিতাব গ্রন্থ যা আছে সব ঐ নদীতে ফেলে দাও। আল্লাহকে পেতে হলে শামস তাবরীজ এর কাছে যাও। - মাওলানা জালালউদ্দিন রুমী (র)

তরিকতের বাণী : মারফতের বাণী – পবিত্র উক্তি

ত্রৈমাসিক আপন খবরের ১ম সংখ্যাতে প্রকাশিত মহান আউলিয়া গণের বাণী সমূহ একত্রে সংকলন করে aponkhoborbd.com তে প্রকাশ করা হলো। তরিকতের বাণী।

কয়েকটি আধ্যাত্মিক উপদেশমালা – বাণী

মহান ওলীদের বাণী মুবারক মানুষেদের কে সরল সঠিক পথের দেশনা দান করে। এই উপদেশগুলোর মধ্যে থাকে প্রভূ প্রেমের সন্ধান। মানুষ যদি মহান পূণ্যাত্মাদের এ বাণী সকল জীবনে প্রয়োগ করে তাহলে তারা খুব সহজেই পোঁছে যেতে পারবে মহান জাতপাকের অমর প্রেমের ঐশী লোকে।