পত্রিকা – তরিকতের বাণী সমূহ

ত্রৈমাসিক আপন খবর ১ম সংখ্যাতে প্রকাশিত মহান আউলিয়া গণের বাণী সমূহ একত্রে সংকলন করে প্রকাশ করা হলো।

১. মাওলা আলীর প্রতি ভালোবাসাই ঈমান এবং তাঁর শত্রুতাই ‍মুনাফেকী।

২. একশত বৎসর নির্জন এবাদত হতে ছামা বা গানে বেশি ফল লাভ হয়। (হযরত খাজা নাসিরউদ্দিন আবু ইউসুফ আল হুসাইনী র.)

৩. যার অন্তরকে ছামা বা গান আকৃষ্ট করতে পারে না সে নিশ্চয়ই পতিত স্বভাবের এবং যাবতীয় পশু হতেও ঘৃণিত। (ইমাম গাজ্জালী র.)

৪. আল্লাহকে বিস্মৃত হওয়াই পৃথিবী এবং তার স্বরণই ধর্ম। (মাওলানা রুমী র.)

৫. জীবন্ত ঈশ্বর তোমাদের সঙ্গে রয়েছে, তথাপি তোমরা মসজিদ, মন্দির, গীর্জা নির্মাণ করিতেছো ও সর্বপ্রকার মিথ্যা বস্তুতে বিশ্বাস করিতেছো! (স্বামী বিবেকানন্দ)

৬. যারা আল্লাহর রঙে রঞ্জিত তথা সিবগাতাল্লাহ এ ভূষিত তথা প্রভূসত্ত্বার বৃত্তিতে সিক্ত, তারাই ধার্মিক। (খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী র.)

৭. ঐ ব্যাক্তিই প্রকৃত প্রেমিক যে ইহকাল ও পরকালের সকল আশা ত্যাগ করে একমাত্র মহান রবের দিকে দৃষ্টি নিবন্ধ রেখেছে। (খাজা মঈনুদ্দিন চিশতী র.)

৮. গাফেল হৃদয় কিভাবে বন্ধুর দয়া ও ভালোবাসার আলো জ্বালবে? চেতন হৃদয় ব্যতিত সে নূরের অবরোহন স্থল নেই। (খাজা মঈনুদ্দিন চিশতী র.)

৯. এশকের শান দিয়ে দেহের মরিচা দূরিভূত করো, তারপর প্রাণবন্ধুর আয়নায় প্রাণবন্ধুর সৌন্দর্য দেখ। (খাজা মঈনুদ্দিন চিশতী র.)

১০. যদি তুমি আসমান ও জমিনতূল্য এবাদত করো, কিন্তু আল্লাহ ও রাসুলের প্রতি যদি দৃঢ় বিশ্বাস না থাকে, তবে তা কবুল হবে না। (হযরত খাজা ওয়ায়েস করণী র.)

১১. যতদিন পর্যন্ত তোমার লালসার মুখ খোলা থাকিবে, ততদিন পর্যন্ত খোদার তরফ থেকে তোমার অন্তকরণে কোনো ভেদ কথা প্রবেশ করিবে না। (শেখ সাদী র.)

১২. আমি কোরআনের মূলবস্তু তুলিয়া নিয়েছি, অস্থিচর্ম কুকুরের জন্য ফেলে দিয়েছি। (মাওলানা রুমী র.)

১৩. সৃষ্টির সেবা ব্যতিত ইবাদত নাই। তসবিহ ও জায়নামাজ খোদা প্রাপ্তির নিয়ামক নয়। (শেখ সাদী র.)

১৪. পীরকে খোদা হইতে দুই জানিও না, দুই দেখিও না, দুই ভাবিও না। (মাওলানা রুমী র.)

১৫. মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। (কাজী নজরুল ইসলাম র.)

আপন খবর