1. বেশি পরিমাণে ইবাদাত থাকার চেয়ে বেশি পরিমাণে জ্ঞান থাকা ভাল। আর তোমাদের ধর্মের সবচেয়ে ভাল অংশটুকু হল, করুণা, সহমর্মিতা, মায়া, আত্মনিয়ন্ত্রণ।
– মহানবী হযরত মোহাম্মদ (সা.)
2. হে মানুষ! ওঠো! দাড়াও! পতিত হওয়া তোমার স্বভাবজাত নয়। জ্ঞানের আলোকবর্তিকা শুধুমাত্র তোমাকেই দেওয়া হয়েছে যা দিয়ে তুমি সকল অন্ধকূপ এড়িয়ে যেতে পারো।
– অথর্ববেদঃ ৮.১.৬
3. আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেনো তোমার, একবার ডাকো, দেখবে সারা পাবে আমার।
– হযরত ঈসা (আ)
4. যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, সে দুঃখের দ্বারা ঘিওে থাকে এবং যে কাউকে ভালোবাসেনা, তার কোনো সংকট নেই।
– গৌতম বুদ্ধ
5. আল্লাহর জিকিরের অর্থ হলো, তাকে স্মরণ করতে করতে অন্য যে কোনো বস্তুকে একদম ভুলে যাওয়া।
– ইমাম জাফর সাদিক (র)
6. যে লোক আল্লাহকে চিনছে, তার কাছে কোনো কিছুই গোপন নেই। আর তার মাধ্যমেই আল্লাহকে জানা সম্ভব।
– খাজা ওয়ায়েস করণী (র)
7. বহিরঙ্গের আনুষ্ঠানিকতা দ্বারা জান্নাত লাভ করা যায় না। দরকার মনের একাগ্রতা ও কঠোর সাধনা।
– হযরত খাজা হাসান বসরী (রা)
8. প্রেমিকের কাছে মারেফতের ছোট একটি বিন্দুও জান্নাতের লক্ষ লক্ষ বালাখানার থেকেও উত্তম।
– হযরত বায়েজিদ বোস্তামী (র)
9. সর্বাপেক্ষা জ্ঞানী তিনিই, যিনি আল্লাহর সত্ত্বা বিষয়ে জ্ঞান রাখেন।
– হযরত জুনায়েদ বাগদাদী (র)
10. যদি সহস্র কিতাবও পাঠ করা থাকে তবু তাকে আলেম বলা যাবে না যদি তার ইলমে মারেফত জানা না থাকে ।
– বড়পির হযরত আবদুল কাদিও জিলানী (র)
11. মানুষ যখন আমিত্বেও খোলস ত্যাগ করে, তখন নিগুঢ় ভাবে চিন্তা করলে দেখবে প্রেম, প্রেমিক ও প্রেমাস্পদ সবই এক।
– হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র)
12. হে মানবগণ, শীঘ্রই অন্তর্বাহ্যে পবিত্র হইতে চেষ্টা করো।
– হযরত কওসার আলী শাহ (র) (জিন্দাশাহ)
13. সদা চৈতন্য যারা, বেঁহুশে রয় না তারা, সদা দেয় রুপের পাহারা সাধু যারা।
– দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতী (র)
14. আল্লাহ যাহাকে যে অবস্থায় রাখেন সেই অবস্থায় শুকরিয়া আদায় করুন। শুকর সবর ধৈর্য। চোখ-কান খোলা রাখুন-দেখবেন, শুনবেন, বলবেন না। আপনা কাজ করুন। আল্লাহ বাজান বলেন, ভালো থাইকেন, আল্লাহ ভালো রাখবেন।
– হযরত লোকমান শাহ দরবেশ (র)
15. শারাব পিয়ো, কিতাব রাখো, কাবার ঘওে তালা দাও, তুমি দেবালয়ে বাস করো গিয়ে, যদি, মাওলার দীদার চাও।
– হযরত হারুন-অর-রশিদ (র) (হারুন শাহ)
16. তুমি চাও যদি মানুষে, ভক্তি রসের বাদাম দিয়া যাওনা সরল দেশে।
– হযরত ইয়ার আলম চিশতী (র)
17. কাবকাওসিন নসিরাতে নূরের ঝলক দেয় তিনি, মানব দেহ খুজলে পাবি নিশানী।
– হযরত গওহার শাহ চিশতী (র)
18. অচেতন রইলে সতী, পালাইবে প্রাণপতি
অসতী করিবে এসে যমদূত হায়,
যার ঘর সেই হওে নিজে মাল চুরি করে
অনর্থক আজরাইলে দোষী প্রমাণ হয়।
– হযরত শাহ আব্দুর রহিম ওয়ায়েসী (র)
19. পশুর আচরণ যদি মানুষেতে আসে
তবে তারে শ্রেষ্ঠ বলবে কি মানুষে?
কার্য্যে ও কথায় যখন না থাকিবে ভুল,
পরিগনিত তখনই মাখলুকাত আশরাফুল।
– হযরত শাহ পাগল হাসেম আল ওয়ায়েসী (র)
20. জ্ঞান মানুষের মধ্যে ঘেরা-
জাগাইলে জাগিবে জ্ঞান, জাগেনা তপস্যা ছাড়া।
– হযরত দেওয়ান সাদেক আলী চিশতী (রঃ)