আপন ফাউন্ডেশন

শাহিনগীতি

Date:

Share post:

ফকির শাহিন শাহ

কর্মই ধর্ম বলে লোকে
কর্মেই নাকি বাঁচা মরা,
কর্ম সাধন করে ক্ষ্যাপা
লাগা অমরত্বের চারা।

কর্মে অমর, কর্মে কাছে
কর্ম বস্তু যাহার আছে
তাহার নামটি যায় না মুছে
ছড়ায় রেণু বিশ্বজোড়া।

অমর হতে কর্ম’কে ধর
তাহার সাথে দক্ষিণা কর
ভাঙবে একদিন এই খেলাঘর
কর্মহীনা যাইস না তোরা।

ভাবিয়া তাই কয় শাহিনে
হয় না কিছু কর্ম বিনে
হইলে গুণী কর্মগুণে
ধরতে পারবি অধরা।

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles