লেখক – নূর আলম খান
জানো কলেমার খবর
যেজন দিব্যদৃষ্টি লাভ করিলো ধরে মনচোর
সে ইনছানুল কামেল, আরেফে দাখেল
পরিশুদ্ধ তাহারই দেল, ছুরত দেখে কলেমার।
মৌখিক কলেমায় না হইবে কলেমা পড়া
ওরুজ নজুল ফানা বাকা জানগে ভেদ মাজেরা
ঐ কলেমার রূপে, ছবি হৃদয়ে এঁকে
মজুদ রাখো আপন চিত্তে, পরপারে পাবি উদ্ধার।
না জানিয়া পাঠ করিলে শিরক কয় সাধুগণে
গুরুকে সাবেত করো, দেখাইবে প্রেম দর্পণে
আল্লাহ রাসুল কলেমা, তিনেরই এক ঠিকানা
শুধু মৌখিক যার ভাবনা, তার হবে না দীদার।
আজরাইলকে হুকুম করে গড়িতে সোনার আদম
কলেমার সুরতে অজুদ, প্রকাশিতে তার হুকুম
ইহা নয় মুখস্থ বিষয়, হৃদে আত্মস্থ করতে হয়
জানিতে রবের পরিচয়, মতি স্থির করো এবার।
নয় বতুনে কলেমা নাজেল জানগে গুরু ধরে
মূল তত্ত্বে জ্ঞান না হলে, কাফের বলে তারে।
লা ইলাহা উবুদিয়াত মোকাম, ইল্লাল্লাহু উলুহিয়াত ধাম
নূর আলম বলে দয়াল, কলেমা ছাবেত হলোনা আমার।