লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
বিজ্ঞজনের স্নিগ্ধ বয়ান
হৃদয় তীরের প্রেমাশ্রু বান,
লও বাধিয়া আপন শীরে
করতে চয়ন স্বরূপ সন্ধান।
2.
জ্ঞান মহিমার বকুল গোলাপ
ছড়ায় সুবাস কাননে,
ভ্রমরা সকল মত্ত তাতে
প্রাণ জুড়াতে তার ধ্যানে।
3.
সৃষ্টি মাঝেই অখন্ড লীলা
রহস্যলোক বিধৃত,
প্রাণের প্রতি শাখায় শাখায়
যে রহস্য আদৃত।
4.
চিনিবে যদি আপন তোমার
আপনাতে যে মত্ত,
তবেই মানব অসীম গগনে
সমাহিত হবে চিত্ত।
5.
আপনারে যদি না চিন এবার
বৃথায় তোমার সাধের জনম,
মিথ্যা মায়ার কুহকে মজিয়া
আপনি তুমি ত্যাজিলে মরম।
6.
সাধ এ আমার গহীন মনের
পাইবো তোরে হে মোর আপন,
সাজাইবো তোরে আপনার তরে
অঙ্গে মাখিয়া তিলক চন্দন।
7.
চাওকি তুমি স্রষ্টা তোমার
আসুক তোমার বাসর পরে,
আপনারই খুঁজলে স্বরূপ
পাবেই তারে আপন ঘরে।
8.
অসীম তোমার জাত জগতে
আপনারে লয়ে চিন্ময় রূপে,
আসিলে ধরায় এই মানুষে
করিতে মাতাল তোমার গন্ধধূপে।
9.
অনাদী অনন্ত এক
একেতেই রয় সে পরম,
একক রূপের খোঁজ করিতে
এক রূপেতে বিলাও মরম।
10.
বিশ্বাস প্রাণের ধর্ম মাঝে
একক রূপে তাওহীদে,
এক সাগরে ভাসাও তরী
মুর্শিদ রূপের মদদে।
লেখক – লাবিব মাহফুজ চিশতী