পত্রিকা – ডুব দিলে স্বরূপের ঘরে

উজ্জল শাহ

ডুব দিলে স্বরূপের ঘরে
মালিক কি আর থাকে দূরে
নাম লেখে তার বন্ধুর সিরিয়ালে, পরোয়ারে –
ডুব দিলে কি থাকতে পারে দূরে!

দেখনা চেয়ে সরোবরে, রূপেতে রূপ বিরাজ করে
জেনে বুঝে ডাক দিতে হয় তারে।
আন্দাজেতে ডাক দিওনা, অখুশি হন শাঁই রাব্বানা
এক ডাক হয় না ভিন্ন ভিন্ন ঘরে! পরোয়ারে –
ডাক দিলে কি থাকতে পারে দূরে!

যখন যে রূপ হবে তোমার, আগেই খবর পাবে তাহার
রাখো নজর কখন খবর আসে।
না বুঝলে সেই গুরু বাণী, রোষের অনল পাইবা তুমি
উজ্জল বলে থাকো ধ্যানের ঘরে! পরোয়ারে –
ডুব দিলে কি থাকতে পারে দূরে!

আপন খবর