আপন ফাউন্ডেশন

Date:

সুফি কালাম : ডুব দিলে স্বরূপের ঘরে – Sufi Song

সুফি কালাম
উজ্জল শাহ

ডুব দিলে স্বরূপের ঘরে
মালিক কি আর থাকে দূরে
নাম লেখে তার বন্ধুর সিরিয়ালে, পরোয়ারে –
ডুব দিলে কি থাকতে পারে দূরে!
দেখনা চেয়ে সরোবরে, রূপেতে রূপ বিরাজ করে
জেনে বুঝে ডাক দিতে হয় তারে।
আন্দাজেতে ডাক দিওনা, অখুশি হন শাঁই রাব্বানা
এক ডাক হয় না ভিন্ন ভিন্ন ঘরে! পরোয়ারে –
ডাক দিলে কি থাকতে পারে দূরে!
যখন যে রূপ হবে তোমার, আগেই খবর পাবে তাহার
রাখো নজর কখন খবর আসে।
না বুঝলে সেই গুরু বাণী, রোষের অনল পাইবা তুমি
উজ্জল বলে থাকো ধ্যানের ঘরে! পরোয়ারে –
ডুব দিলে কি থাকতে পারে দূরে!

সুফি কালাম
কাঙাল আব্দুর রহমান

মহাপ্রেমিক, হে মোর মাশুক, রহিম রহমান
দয়াল মুর্শিদ কোরান মাজিদ, বেনজীর চাঁন।
দয়াল খাজা তুমি রাজা, অধম কাঙাল তোমার প্রজা
পূজারী হইয়া গো তোমার, করি গুণগান।
শিখাইলে মানুষ ভজন, মানুষ তত্ত্বে রয় ভগবান
দেখা দিও নিদান কালে, হে সুমহান।
চাইহে করুণা তোমার, শুদ্ধ করো অন্তর আমার
নিও সদা তোমার করে, কাঙালের মনপ্রাণ।

More Posts

সাবস্ক্রাইব করুন