লেখক – লাবিব মাহফুজ চিশতী
তারাই বোকা, যারা আমায় চূর্ণ বিচূর্ণ করে, নির্মম পায়ে দলে, মিশিয়ে দিতে চায় মাটিতে!
তারা জানে না, আমি সেখানেই ছিলাম!
তারাই বোকা, যারা ঘৃণাভরে আমায় ডুবিয়ে দিতে চায় অতলান্তিক সমুদ্রের দূর্ভেদ্য অন্ধকারে!
তারা জানে না, আমি সেখানেই ছিলাম।
তারাই বোকা, যারা প্রকান্ডরোষে আমায় নিক্ষেপ করতে চায় দাউদাউ করা জলন্ত বহ্নিকূপে!
তারা জানে না, আমি সেখানেই ছিলাম।
তারাই বোকা, যারা দ্বেষভরা প্রাণে, আমার অস্তিত্বটাকে ছেঁড়া কাগজের মতো ভাসিয়ে দিতে চায় বাতাসে!
তারা জানে না, আমি সেখানেই ছিলাম।
তারাই বোকা, যারা অস্বীকৃতিপরায়নতার নির্মম অস্বীকারে আমায় মিশিয়ে দিতে চায় অনস্তিত্বে, শূণ্যে!
তারা জানে না, আমি সেখানেই ছিলাম।
তারা জানে মৃত্যুকে, আমি জানি মৃত্যুর অবগুন্ঠনে বিরাজিত জীবনকে।
তারা জানে ক্ষণিকের লাবিব কে, আমি জানি মহাকালের অস্তিত্বে অবস্থিত চিরকালের লাবিবকে।
তারা জানে জীবনের সমাপ্তি! আমি জানি, থেকে যাবো কমপক্ষে আরো ছয়শোকোটিবছর!
রচনাকাল – 17/03/2021
লেখক – লাবিব মাহফুজ চিশতী