লেখক – লাবিব মাহফুজ চিশতী
প্রেম সাধিতে গৌর হরি, এলে নদীয়ায়।
নবগঙ্গা প্রাণে হরি, নবদ্বারে বংশীধ্বারী
প্রেম বিলায়ে সহচরী, রাধাকৃষ্ণ দুজনায়।
দ্বিতত্ত্বে হয় যুগল মিলন, পঞ্চের লীলা একে এখন
নবদ্বীপে শ্রী বৃ্ন্দাবন, ভক্ত সনে লীলাময়।
নবছিদ্র বংশী লয়ে, সপ্তডিঙ্গা যাচ্ছে বেয়ে
লাবিব রইল পথ চেয়ে, কৃপাবিন্দু প্রার্থনায়।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 30/04/2025