লাবিব মাহফুজ
অনন্তে হে সখা জাগিছো অকারণ
অসীমও আকাশে আকাশে –
ক্ষুদ্র এ তনু – কি করে লভিব
নাথ! আসিবো কি করে সকাশে!
চাহ যদি মোরে প্রিয় – আলিঙ্গনে
চাহ যদি মোরে প্রিয় – তনুমনে!
বিরহডোরে ওগো ব্যাথাবানে এসো
ডুবু ডুবু মোর, সালতি বাসে!
অসীম তুমি, ভৃঙ্গার মম
অতি যে ভঙ্গুর হায় –
আকাশ তুমি! আমার মাটির দেউল
গড়িতেই ফের ভেঙ্গে ভেঙ্গে যায়!
আমি কি করে তোমারে সাধিবো হে
আমি কি করে তোমারে বাঁধিবো হে
নাই যদি পারি, অসীমও ক্ষমায়
বাঁধিও দয়ার – অমনিবাসে!
রচনাকাল – 27/09/2023