সম্পাদকীয় – চারণকবি রাধাপদ রায়

লেখক – লাবিব মাহফুজ চিশতী

চারণকবি রাধাপদ রায়। তিনি একজন নিভৃতচারী স্বভাবকবি। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আপন ভূবনে তিনি সৃষ্টিমগ্নতায় ও সুর সাধনায় নিবিষ্ট থাকেন। আশি বছর বয়স তার। কিছুদিন আগে তার ওপর বর্বোরোচিত হামলা হয়। একই এলাকার উগ্র দু যুবক রফিকুল ও কদুর আলী তার ওপর আক্রমন করে ও বীভৎসভাবে জখম করে। দু যুবক উগ্র বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিভৃতচারী এসব সাধকদের যথেষ্ট মূল্যায়ন তো আমাদের দেশে হয়ইনা, উল্টো তাদেরকে সহ্য করতে নানা অমানবিকতা, হিংস্রতা। মানবতার ফেরীওয়ালা হয়ে তারাই মানুষের অমানবিক নৃশংসতার শিকার হন। আমাদের আরো তৈরী হতে হবে। প্রতিভাকে গ্রহণ করা ও মূল্য দেয়ার শিক্ষা গ্রহণ করতে হবে।
রাধাপদ রায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। উগ্রবাদ নির্মূল হোক। রাধাপদ রায়ের একটি কবিতাংশ উদ্ধৃত করছি –
“সরকারী চাকরি করে বেতন ৫ হাজার
৫০ হাজার টাকা মাসে খরচ দেখি তার।
বাকী টাকা কেমনে আসে সেকথা আর বলিনা
কেয়ামতের নমুনা জানি, কিন্তু মানিনা।”

রচনাকাল – 10/12/2023
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর