লেখক – লাবিব মাহফুজ চিশতী
মরু-হেরার রেসালাতকে তমাল হিজলের বাংলায় নিয়ে আসার অপরিমেয় কৃতিত্ব রসুল লালন (আ.) এর। বাংলার চিরায়ত সুর-ছন্দ-লয় ও উপমা উৎপ্রেক্ষায় লালন ঐশীবার্তা যেনো চিরচেনা, সহস্র সহিফা-কিতাবের এক সরল ও সংক্ষিপ্ত উচ্চারণ। কুরান পুরাণ লালনাদি মূলত আমাদের একই সারসত্যের দেশনা দেয় – “মানুষ ভজলে সোনার মানুষ হবি”
লালন দেশনা আমাদের আধ্যাত্ম চেতনাকে সমুন্নত করুক ও অনুরাগ ভজনে উদ্দীপিত করুক, দয়াময়ের শ্রীচরণে এটাই প্রার্থনা।
রচনাকাল – 27/05/2023
লেখক – লাবিব মাহফুজ চিশতী