আপন ফাউন্ডেশন

সংগীত – সকল বেদে প্রণব, আকাশে শব্দ

Date:

Share post:

লাবিব মাহফুজ

সকল বেদে প্রণব, আকাশে শব্দ
শ্রীরূপ বাসুদেব, আশ্রিতের আশ্রয় –
স্বরূপ রূপে বর্তমান, ভক্তিতে প্রণয়।

ত্রিগুণময়ী মায়ায় ঘেরা, স্থুল রূপে আত্মহারা
কাম কামনা মোহের দ্বারা, আবেষ্টনী চতুর্ময়।
ভক্তিহীন অজ্ঞান জীবে, অপরা জগত ঘিরে রয়।

পরাগতা স্বরূপে জ্ঞানী, ভগবানে স্থিত জানি
আশ্রয় রূপ সনাতনী, স্বরূপেতে হয় উদয়।
চিত্ত করে বিমোহিত, মরণ হতে মুক্তি পায়।

অচিন্ত্যরূপ স্ব-প্রকাশে, পরম পুরুষ সৃষ্টিতে ভাসে
ভক্তিযুক্ত কর্মবশে, সচ্চিদানন্দে প্রেমময়।
লাবিব বলে প্রয়াণকালে, যেন পুলকিত হয় হৃদয়।

রচনাকাল – 24/09/2015

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles