ব্লগ – মালেক ইবনে দীনার (র) এর বাণী

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

হজরত মালেক ইবনে দিনার (রহঃ) বলেন –
☞ এ যুগের বন্ধুত্বে রয়েছে কপটতা। প্রত্যেকের বাইরের দিকটি সুন্দর। ভেতরটা বড় বিশ্রী। এমনকি আলেমগণের অন্তরও কলুষি
☞ দুনিয়ার মোহ ত্যাগ কর। নিজেকে বাঁচাও, অন্যকেও বাঁচার পথ দেখাও। আল্লাহর ধ্যান, জ্ঞান, সাধনা ও তাঁর কাছে প্রার্থনার চেয়ে পার্থিব বিষয়াদি নিয়ে আলাপ – আলোচনা করতে যে পছন্দ করে, তার মতো নির্বোধ আর নেই। তার জ্ঞান খুবই অল্প, হৃদয় অন্ধ। তার জিবনই বৃথা।
☞ কোন এক ঐশী গ্রন্থে উল্লেখ রয়েছে, হযরত মুহাম্মদ (সঃ) এর অনুগামীদের আমি দু’টি জিনিস দান করেছি, যা জিবরাঈল এবং মিকাঈলকেও দেই নাই। একটি হল আমার প্রতিশ্রুতি – তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। আর একটি হল, আমি ওয়াদা করেছি, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
☞ আল্লাহ্ বলেন, যে দুনিয়াকে ভালোবাসে, সে দুনিয়ার ক্ষুদ্র ও নিকৃষ্ট বস্তু লাভ করবে। আর যে মোনাজাত, এবাদত, মোরাকাবা, মোশাহাদায় স্বাদ অনুভব করে না, আমি তার অন্তর থেকে ইবাদতের স্বাদ উঠিয়ে নিয়ে যাই।
☞ যে সব সময় প্রবৃত্তির অনুগত, তার কাছে শয়তানের যাতায়াতের প্রয়োজন পরে না। কারণ, সে নিজেই সর্বাবস্থায় শয়তানের কর্ম সম্পাদন করে চলেছে।

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর