লাবিব মাহফুজ
প্রভু
যদি চাও পূজা, দেউল সাজায়ে
অর্ঘ্য দানিব প্রতিক্ষণে –
যদি চাও প্রেম, এ হৃদয় উজারি
বাঁধিব, সাধিব, রাঙা শ্রী চরণে!
যদি চাও পূজা, সুউচ্চ মহিমায়
থেকে দেবতা হয়ে মূরতীতে –
যদি চাও প্রেম, প্রেমময় প্রিয়া
মানব রূপে এসো, মাটির কায়াতে!
প্রভু হয়ে এলে, পরম ভক্তিভরে
পুষ্প দেউল মাঝে, পূজিবো!
এলে প্রিয়া হয়ে, যতনে – যাতনে
সুখে দুঃখে হৃদয়ে, মায়ায় বাঁধিবো!
রচনাকাল – 15/03/2023