সংকলন – লাবিব মাহফুজ চিশতী
আধ্যাত্মিক শান্তিলাভের জন্য তীর্থঙ্কর বর্ধমান (মহাবীর) ৫ টি মহাব্রত নির্দিষ্ট করে দিয়েছেন যা সাধু-সাধ্বী ও গৃহস্থ সকলের জন্য অবশ্য পালনীয়।
১. অহিংসা
প্রত্যেক সত্ত্বার প্রতি পবিত্রতা ও সম্মান বজায় রাখা।
২. সত্য
সর্বদা নিজেকে যথার্থরূপে উপস্থাপন করা।
৩. অস্তেয়
যা দেয়া হয়নি, তা গ্রহণ না করা।
৪. ব্রহ্মচর্য
সকল কামনা বাসনা তথা রিপুনিচয়ের উর্ধ্বে থাকা।
৫. অপরিগ্রহ
জাগতিকতার প্রতি অনাগ্রহ।
উৎস – ইন্দ্রভূতি গৌতম কর্তৃক সংকলিত মহাবীরের পঞ্চমহাব্রত।
সংকলন – লাবিব মাহফুজ চিশতী