লাবিব মাহফুজ
ব্যাথা দেয়ার শক্তি যে মোর নাই
তাইতো ভবের এ পথচলায়
ব্যাথার দাতারে খুঁজিয়া বেড়াই।
আমি চাই আজো সেই চরণ ছোঁয়া
ফুল নয় শুধু যে কাটার খেয়া,
আপনও করিতে, অসম ব্যাথীরে
দুঃখের সাগরতীরে, ঘুরিয়া বেড়াই।
পরাণও মাঝে যার, বিধেছে অশ্রু বাণ
সেই তো করিবে মোরে, ব্যাথার বাঁশরী দান,
হিয়ার বেদন ভূমি, বোধনের সত্য তীরে
দুঃখের পরশে চায়, অমৃতের ঠাঁই।
রচনাকাল – 26/04/2018