অনুবাদ – লাবিব মাহফুজ
1.
আহা, পূর্ণচন্দ্র! আমার মহিমান্বিত আনন্দ
যে চাঁদ নিরন্তর বিলিয়ে যায় শাশ্বত প্রেমের জোৎস্নাধারা!
সে চাঁদটি কভুও হারিয়ে যায় না
শুধু আমার পরে –
আরো কতবার আপন মহিমায় জোৎস্না বিলোবে সে!
জেগে উঠবে এই একই বাগানের ভেতর দিয়ে!
বৃথা…!!!
– হযরত ওমর খৈয়াম (র.)
2.
প্রভু বললো – আমি ছাড়া অন্য সকল হতে নিজেকে পবিত্র করো।
আমি বললাম – হে জগতের আত্মা! তুমি ছাড়া জগতে আর কে আছে?
– নুরুদ্দিন মুহাম্মদ জামী (র)
3.
আপন আলয়ে প্রত্যাবর্তনের আনন্দে আমি আনন্দিত। প্রভুর ইচ্ছারই জয় হোক; বললেন মনসুর হাল্লাজ।
“আমার বন্ধু আমাকে পান করার করার জন্য দিয়েছিলেন পাত্রভরা শারাব, তারপর মাতাল হওয়ার জন্য দিয়েছেন দন্ড”
ধীর পায়ে ফাঁসিকাঠের দিকে এগিয়ে চললেন মনসুর!
– মনুসর হাল্লাজ