লাবিব মাহফুজ
আশার প্রদীপ জ্বেলে আমি
বসে আছি কূলে,
তোমার বাদাম তোলা রূপ কাঠের নায়
নিবে আমায় তুলে।
ও সেই নৌকার মাঝি দয়াল নবী, উম্মতের কান্ডার
মাস্তুলেতে আলী হায়দার, মাওলাজী আমার।
দয়া করে করিও পার, অন্য আশা নাই গোকূলে।
মা জননী দয়ার সাগর গো মা, সন্তানের আকুতি
তুমি যদি না করো দয়া, কে রাখবে মিনতি।
হাসান হোসেন মোর আশার বাতি, ফেলবেন আধারে।
কাঙাল লাবিব কান্দে পথ চেয়ে, পাঞ্জাতনের তরী
আসবে কখন আমায় নিতে, যাবো আপন বাড়ি।
কর মোরে নিষ্ঠা ধারী যেন, না যাই চরণ ভূলে।
রচনাকাল –