লাবিব মাহফুজ
গুরু নামের মন্ত্রখানি, সদা জপ মন
গুরু জুলমাতে নূর, নূর আলা নূর
সেফাতে জাত প্রকাশন।
গুরু হয় অনন্ত শক্তি, ভ্রমান্ড জুড়ে যার বিস্তৃতি
আনা কুল্লে শাইয়্যিম মুহিত, কোরানের বর্ণন।
পাঁচে চাইরে নয় প্রকারে, সপ্তশক্তি অঙ্গে ধরে
ওয়াজেব হতে এমকানেতে, বারো কারে আগমন।
অধম লাবিব বলে গুরুতত্ত্ব, দিলে মুখে করো সত্য
অলিয়াম মুর্শিদা দেখো, খোদারি বচন।
রচনাকাল ০৯|০৫|২০২৪