আপন ফাউন্ডেশন

প্রবন্ধ – ক্ষমা করো হযরত

Date:

Share post:

লেখক – লাবিব মাহফুজ চিশতী

ক্ষমা করো হযরত!
তোমার ওয়ারিশগণের পবিত্র রঁওজা সমূহ আমরা রক্ষা করতে পারিনি।
এ গ্লানি সারাজিবন বয়ে বেড়াবো আমরা।
মহান ওলীগণ এক একটি সিরাজুম মুনীর, জালওয়ায়ে নূরে মোহাম্মদী। ওলীগণের হাতেই গচ্ছিত আছে দ্বীন ইসলাম।
নূরে মোহাম্মদীর হাকিকত এই যে, প্রতিজন ওলীই নূরে মোহাম্মদীর এক একটি পূর্ণতর রূপায়ন।
প্রতিটি পবিত্র মাজারই এক একটি নূর মোহাম্মদীর মাখজানে আসরার।
প্রতিজন ওলীর জন্মেই তো উদযাপিত হয় মাওলিদুন্নবী, প্রতি ওলীর শাশ্বত হায়াতেই তো তুমি হায়াতুন্নবী।
জগতের সকল রূপে তোমারি রূপ। সকল প্রাণে বহমান তোমারই অনাদী নূরের ফোয়াড়া। কুল কায়েনাত সদা তোমার দরুদে – সালাতে রত!
তোমায় ঘিরেই তো নিয়ত আবর্তিত হয় অনন্ত কোটি ব্রহ্মান্ড!
আমরা লজ্জিত! অনুতপ্ত! তোমার দ্বীন হতে বহুদূরে! বরং – তোমার ওয়ারিশগণের প্রতি করে চলেছি অবিচার!
ক্ষমা করো হযরত…

লাবিব মাহফুজ চিশতী
সম্পাদক – আপন খবর পত্রিকা

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles