অনুকাব্য – নয়ন ফেরাও আলোর পানে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1.
হৃদয়ের হাহাকার, মরমের মর্মর
নয়নের তৃষা আনে যে ভালোবাসা,
জগতের প্রতি পলে বিরাজে সে প্রেম
হৃদয়ে হৃদয়ে জ্বালে পরম তিয়াসা।

2.
হে পথিক, চাও পথ? পথের সন্ধান
একটাই পথ রয় প্রেমিকের তরে,
সকল অস্তিত্ব তোমার, আপন আত্মা
বিলাও পরম মাঝে, মহৎ সুন্দরে।

3.
হে পথিক, আসো ফিরে, ত্যাজিনি তোমায়
অনন্ত প্রেমের পথ সদায় খোলা,
প্রেম যদি থেকে থাকে হৃদয়ে তোমার
সে হৃদয় সদায় রয় প্রভূতে উজালা।

4.
এইতো আমি, সেই পরম জ্যোতি
এই অসার ভ্রমান্ড মাঝে, নিত্য প্রকাশ,
কালনিদ্রা ত্যাজি আসো, এ পথের ধারে
হে প্রেমিক, আসো দ্রুত, এইতো আবাস!

5.
হৃদয়ে জ্বেলে আলো, সে আলোর শিখা
বিলাও সকলের মাঝে সুন্দর তরে,
তোমার আলোয় পথ পাবে এ জাহান
এ তোমার দান, উজল করো এ ধরারে।

6.
প্রতি নব প্রভাতের কিরণ শিখা
হৃদয়ে জ্বালায় মোর আশার প্রদীপ,
ঘুচিবে যাতনা ক্লেশ, জাগিবে আলো
জ্বলিয়া উঠিবে সব আধারের দীপ।

7.
হে পথিক, কত আর ঘুরিবে বাহির
আপনারে ত্যাজি কত খুঁজিবে আপন,
যে ধনের লোভে তুমি ঘুরিছ জগত
আপনাতে চেয়ে দেখো পরম নিরঞ্জন।

8.
নয়ন ফিরাও তুমি আলোর পানে
হৃদয়ের আলো দিয়া গড়িয়া নয়ন,
আধার নয়ন হেথা না পারে চাহিতে
নূরের তাজাল্লী ধরে নূরময় যে প্রাণ।

9.
প্রদীপের মতো তুমি ছড়াও আলো
সকলের তরে হয়ে জীবন তরী,
সকল হৃদয়ে জ্বালো মহাপ্রেম শিখা
সকল প্রাণেতে হও আশা সিন্ধু বারি।

10.
রিপুর ভ্রান্তি নাশ, কর হে সত্ত্বর
যেওনা পথিক কভূ, ক্রোধের ভাগাড়ে,
সব কুরিপু তোমায় টানিবে পঙ্কে
যেথা প্রেত-পিচাশ নৃত্তরত সদা দম্ভভরে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আপন খবর