লাবিব মাহফুজ
আসে যে গো নিশি মাঝে, সুরের ই সুধায়
হারায় কেন ভোর বেলা সে, লুকানো হিয়ায়।
যবে সাজে কুঞ্জবন, সুরেতে জাগে হৃদ কানন
আলোক হইয়া নেচে প্রাণে, নাচাও এ ভূবন,
তোমার মোহনও মূরারী, ক্ষণে ক্ষণে ফুকারী
প্রেমের ও ইন্দ্রবারি মাতালে আমায়।
সাধনা বাসনা আমার, মুরারীরও মোহনও সুর
দিবানিশি বাজুক এ হৃদয় মাঝার,
আশাহত এ প্রাণে, জাগে ব্যাথা তব ধ্যানে
লুকাও কেনো দূর বনে, মাতিয়ে আমায়।
রচনাকাল – 27/08/2018