বাতায়ন – আত্মসংযম

গোলাম রাশেদ

ছেড়ে দিয়ে বাহির অঙ্গ
অন্তর-অঙ্গ করো পরিস্কার,
কাম ক্রোধ ছয় রিপু আদি
বাধ্য করো আগে তার।

ইন্দ্রিয় কে বশ করো
প্রেম শিকলে এঁটে ধরো,
সুপথে করো গমন
অসৎ পথে রেখো না মন।

দমের প্রতি নজর দিয়ে
প্রভুর নাম মুখে নিয়ে,
ধ্যানের ঘরে বসো গিয়ে
গুরু রূপ সামনে নিয়ে।

দেহ যখন শুদ্ধ হবে
আত্ম সংযম তখন হবে,
প্রভু এসে ধরা দিবে
আপন এ-ই দেহ ঘরে।

আপন খবর