কবিতা – মানব মোহনা

লাবিব মাহফুজ

তোমারে প্রকাশিতে আমার সৃজন
আমার আঁধারে তাই তোমার ভূবন।

মানবীয় মোহনাতে প্রকাশিলে স্বভাব তোমার
মানব রূপেতে গঠিলে স্বরূপ নিরন্তর।

মানব রূপের মন মন্দিরে তোমার পূজার অধিষ্ঠান
মানব বিহীন সৃষ্টিকূলে, স্রষ্টার নাই সিংহাসন।

চার আকসামে নূর তোমারী, তোমারই রূপ বর্তমান
তুমিই ধরার সকল জ্যোতি, সকল রূপের সংস্থান।

নিগুঢ় তব বিভাগ বিধান, একেই অনন্ত ধারা
সর্বমূলে নিত্যদলে, একেরই গুণ প্রকাশ করা।

নূর তোমার আদি নূর, বিকশিত জগতে
রূপ তোমার আদি রূপ, অনন্ত রূপেতে।

সৃজন তব বিভাগ বিধান, বিলয় জন্মের পূর্বাভাস
অসীম লোকে সৃষ্টি-ধ্বংস, নিত্যধামে হয় উদ্ভাস।

রচনাকাল – 20/08/2018

আপন খবর