গোলাম রাশেদ
এমন সোনার দেহ খানি আবাদ ক্যামনে করি
লাঙল জোয়াল ভেঙে গেছে সেই চিন্তা তে মরি।
দেহ জমিন পতিত রইলো করা হলো না চাষ
মিছামিছি খেটে আমি মরি যে বারো মাস।
শত কষ্টে বীজ রোপনে ফসল নাহি ফলে
আবাদ করে পাই না ফসল খাটনি যায় গো জলে।
না জানিয়া জমিন জোয়ার আন্দাজে চাষ ধরে
লাঙল জোয়াল ভোক্তা হলো জমিন চাষ যে করে।
কোন বীজে কোন ফসল ফলে বীজের সন্ধান চাই
উত্তম ফসল হয় কোন যোগে আমার তা জানা নাই।
স্নিগ্ধ লাঙল কোথায় পাবো চাষ করিতে জমিন
দেহ জমিন মেপে দিবে কোথায় ভূমি আমিন।
কোন সময়ে চাষ করিলে সোনার ফসল ফলে
এমন বান্ধব কে বা আছে দাও না আমায় বলে।
শুদ্ধ বীজ মিলিবে কোথায় আপন দেহ ঘরে
কোন সাধনে মিলিবে বীজ বলে দাও আমারে।
চাষ করিবো দেহ জমিন বীজের সন্ধান জেনে
নষ্ট হবে না আমার বীজ দেহ এ জমিনে।