অনুবাদ – ভালোবাসার চল্লিশ নিয়ম 27&28

পর্ব ২৭ এবং পর্ব ২৮ একত্রে
ভাবানুবাদ – লাবিব মাহফুজ চিশতী

পর্ব ২৭

শুভচিন্তার অনুশীলন আমাদের চেতনাকে উদ্দীপিত করে শুভকর্মের দিকে। আর আমাদের চিন্তা যদি হয় কুশ্রী, সে চিন্তার ছায়া আমাদের চেতনার রঙকে কালো করে দেয়। যেটাই করুন আপনি, ভালো বা মন্দ; কোনো না কোনো ভাবে তা আপনার কাছেই ফিরে আসবে। অতএব, আপনার প্রতিটি চিন্তা বা কর্ম, শুভবোধ দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত।

আপনি যদি হিংসাত্মক হয়ে ওঠেন এবং অন্যের খারাপ চিন্তা বা কর্মে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন, তবে অবশ্যই আপনার শুভচিন্তা ব্যাহত হবে এবং আপনি আটকা পড়ে যাবেন অশুভ শক্তির দুষ্টচক্রে।

জিবনকে সৌন্দর্যমন্ডিত করতে অবশ্যই আপনাকে কায়মনে শুভচিন্তার অনুশীলন করতে হবে। আপনি একটানা চল্লিশ দিন একান্ত মনে শুভচিন্তার অনুশীলন করে দেখুন। এটা নিশ্চিত যে, চল্লিশ দিনেই আপনার জিবনে আমূল পরিবর্তন আসবে। আপনত্ব থেকে বিদায় নিবে সকল কলুষ। কারণ, চল্লিশ দিনে আপনি ভেতর থেকে শুদ্ধ হয়ে উঠবেন।

শুদ্ধতা আগে চিন্তায় আসা জরুরী। ভেতর সুন্দর হলে বাহিরও সুন্দর রঙে সু-সজ্জিত হবে।

চিন্তায় শুভবোধ উদয় হোক আমাদের।

পর্ব ২৮

মোহলিপ্সা ও মায়াবিভ্রম নিয়ত বন্দী করে রাখে আমাদের ভবিষ্যৎ ও অতীতকে। আমরা ভবিতব্যের নিগঢ়ে বন্দী, চলে যাওয়া স্রোত আমাদেরকে আটকে রাখে কূল থেকে কূলে। চিন্তার মূঢ়তা, বোধের ক্ষুদ্রতা আমাদেরকে আটকে রাখে মায়াজালে। আমরা পড়ে থাকি বোধের অতীত কোনো জিবন নামক গুহায়।

অন্তহীন সর্পিল সময়, যা মূলত সময়হীনতা; আমাদের ভেতর বাহির পরিব্যপ্ত করে বয়ে যায়। আমাদেরকে সম্মোহিত করে রাখে সুদূর স্বপ্নে কিংবা আলোহীন মরিচিকায়। বয়ে চলা সময় আমাদের স্থির করে রাখে বোধের সীমাহীন গহ্বরে। সেখানেই প্রশান্তি খুঁজে আজিবন না পাওয়ার বেদনায় ক্ষত বিক্ষত করতে থাকি আমাদের চির প্রশান্ত আত্মাকে!

যদি আপনি লাভ করতে চান অনন্ত আলোক, অনুভব করতে চান জিবনের সীমাহীন ব্যাপ্তিকে, তাহলে অতীত ও ভবিষ্যত নামক মায়াজাল থেকে বের হয়ে আসুন। মনকে নিমগ্ন করুন বর্তমানে, মানে এই মুহুর্তে। মনে রাখবেন, বর্তমানের একটি মুহুর্তই চিরজিবনের অখন্ড কাল। মহাকাল। সুতরাং বাস করতে হবে বর্তমানে। এই মুহুর্তে।

বর্তমানের একটি মুহুর্তই অখন্ড মহাকাল।

আপন খবর একটি সুফি সেবামূলক প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম।

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর - Apon Khobor