সংগীত – অন্তরে দিবানিশি পূজিবো তোমায়

লাবিব মাহফুজ

অন্তরে দিবানিশি পূজিবো তোমারে
সঙ্গোপনে মোর হিয়ারও বাসরে।

রজনীর চাঁদরে ঢেকে মোর পরিচয়
আধারের বাতায়নে, চাহিয়া সদায়,
দেখিবো তোমার ঐ শ্রী মুখ অবিরাম
রূপের মহিমা নিবো নয়নে ভরে।

পূজারীর প্রাণ দেউলে প্রভু, আরতী তোমার
হৃদয়ের হৃদীদীপ জ্বালিয়ে প্রভু, ডাকি অনিবার।
মোর ধ্যানের গহনও পথে, আসো অনুরাগ রথে
নির্জনে, গোপনে, মরমও মাঝারে।

রচনাকাল – 28/06/2019

আপন খবর