সংগীত – কত আশা বান্ধিয়া পরাণে

লাবিব মাহফুজ

কত আশা বান্ধিয়া পরাণে
আমি নিশিদিনে ডাকি দয়াল
রই চাহিয়া তাঁর পথপানে।

দয়াল তোমার প্রণয় দর্শন এ অভাগায় চায়
তাপিত প্রাণ জুড়াইত চরণের ছোঁয়ায়।
আমার তুই বিনে নাই কোনো সহায়
ভরসা তুই এ জীবনে।

তোমার প্রেম চেয়ে এ জীবনে সইলাম কত জ্বালা
এ দেহমন প্রেম আগুনে, পুড়ে হইলো কালা।
ও তুই দূর করে মোর দীলের ময়লা
ঠাই দিও শ্রী চরণে।

অকূলেরও কূল গো তুমি, অভাগারও ধন
তোমা বিনে অন্য কিছু নাই মোর প্রয়োজন।
তুমি লাবিবেরে করিয়া আপন
পুড়াইও যতনে।

রচনাকাল – 10/10/2015

আপন খবর