আপন ফাউন্ডেশন

কবিতা – প্রেম প্রতিমা

Date:

Share post:

লাবিব মাহফুজ

মোর অবুঝ হৃদয়ের ধ্যান মন্দিরে
বসন্ত পল্লবে মুখরিত শাঁখে, উন্মাদ অন্তরে
তুমি দেবী! নহ দশভূজা সম কপট করুণাময়ী!
উশৃঙ্খল এ হৃদয় সম, প্রতিজনে, তুমি চির চিন্ময়ী!

প্রেমরূপ তব মাতৃময়ী, সর্বধারে, আমার সর্বময়
অনন্ত তিয়াসা আশীষ শুধুই, এ প্রাণে দুরন্তের প্রশ্রয়!
হতভাগ্যের তরে সৌভাগ্য ডালি জানি তুমিই আনিবে বয়ে
মোর মতো উন্মাদ যাযাবর যত, লইবে আঁচল ছাঁয়ে!

প্রেমময়ী তব মাতৃরূপ শুধু দেখেনি অবুঝ হিয়া
দেখিয়াছি আমি জাগরণ কালে, বসুধার স্বরূপ খুজিয়া।
জাগাইতে নিখিল ব্যাকুল বাসুমতি, আরক্ত দীপশিখা ভালে
জাগাইতে মোরে জাগিছে মাতা, জগতের পলে পলে!

জানি আমি জানি মোর অন্তর্যামীর এ কেমন নিরব দান
এযে কতো পাওয়া, এতো প্রেম জানি, পাগলে তরে চির বহমান।
আজি মোর সারাজিবনের অর্ঘ্য পূজা, হৃদয় অঞ্জলী ভরে
ঢালিলাম হে প্রেমময়ী তব, পবিত্র প্রেম প্রতিমার চরণ পরে।

রচনাকাল – 18/055/2016

More Posts

সাবস্ক্রাইব করুন

Related articles