লাবিব মাহফুজ
এ নির্মল প্রভাতও বেলায়
চাহি তব দ্বারে, হে দয়াময় –
কর কর দান মোরে ক্লান্তিহীন প্রাণ
বিরাট, বিশাল, বিপুল হৃদয়।
আনো প্রাণে প্রেম ভৃগুর মতন
আনো বিরহ, শিবের মাতম
জটাজুটধারীর তীব্র নাচন, রুদ্র অভয় ধ্যান
মোরে দেবতার মতো নিঃশঙ্ক করো, মুক্ত করো প্রাণ।
মুক্ত করো, উদার করো, ভয়হীন করো মোরে
ধরার নিঠুর ভগবান যেনো মোর, চরণে মাথা ঠুঁকে মরে।
আনো শান্তি, ত্যাজি ভ্রান্তি, নিত্য আমার প্রাণে
আমারে রাখিও নির্মল সদা, তোমাময়, মনে প্রাণে ধ্যানে।
রচনাকাল – 14/04/2018