সংগীত – মম নয়ন প্রদীপ জ্বেলে

লাবিব মাহফুজ

মম নয়ন প্রদীপ জ্বেলে
তোমার শ্রীরূপ আমি হেরী অনিবার –
হে সুন্দর ও রূপধারী অন্তরও গহনও চারী
নিবাড়িও তৃষা হে মোর প্রিয়
ভরিও রূপে আঁখিনীড়।

ও রূপ গড়েছি আমার মনের মতো
হৃদয়ের স্বরণ পাড়ে দর্শণে অবিরত।
মোর হৃদয় আর্শী পরে
তারে দেখেছি গো বার বারে
সাজায়েছি তেমন করে, ভিতরও বাহির।

অপরূপ ও রূপ তব মোর নয়নে জ্বলে
হে প্রভু হেরী তোমায় হৃদি পদ্মদলে।
মোর অনুরাগ পারিজাত বনে
থেকো প্রিয় হয়ে সর্বক্ষণে
থেকো হদয়ও কুসুম কাননে হে প্রিয় আমার।

রচনাকাল – 12/09/2019

আপন খবর