লাবিব মাহফুজ
চিনে নাও আজ কাবা তোমার
ভ্রান্তি নাশন হোক দিলের,
আদম কাবা না চিনিলে
সেজদা যাবে বিফলে তোর।
খাড়া করে মানব দেহ আপন নূরের রওশনে
পরম গুরু বিহার করে এই মানবের হৃদাসনে।
পরমাত্মা নূরীকৃত, যে মানবে অধিষ্ঠিত
সে মানবের চরণ তলে, বিরাজ করে কাবা ঘর।
কাবা না চিনিয়া মনরে সেজদা দিলি কোন জায়গায়
ররজখ নিরিখ না হলে ঠিক, সে সেজদা ইবলিসে পায়।
প্রতীক ঘরের অন্ধমোহে, জলীল কাবা সুপ্ত রহে
লাবিব বলে মুর্শিদ ভজো, কাবার যিনি পরোয়ার।
রচনাকাল – 06/09/2018