লাবিব মাহফুজ
নীল সবুজের পসার টানিয়া ছাড়ায়েছো আপনারে
আপনার শ্রীখানি, যতন করিয়া মিলায়েছো দুরে, সূদুরে।
নয়নের চাদরে অবগুণ্ঠিত তব সরস প্রাণের কায়া
জগত চারধারে নিজেরে মেলিয়া আপনি হয়েছো মায়া।
নিজেরে লয়ে ব্যাপিত তুমি শুধু নিজেরেই ভালোবাসি
আপনার রূপে আপনি মোহিত আপনাতেই নিত্য প্রকাশি!
তুমি নিজেরে হেরিবে তাই তব সুন্দর যত বাহিরে আনি
সাজাইলে তব মনের মতো ধরাতে স্বর্গখানি!
প্রভু,তব বিভূতি আমি মুগ্ধ নয়নে হেরি দিবাযামি, সর্বদায়
তব রূপ সহেলী, যেনো নিশিদিন রহে আঁকা, মুগ্ধতায়!
রচনাকাল – 11/05/2018