লাবিব মাহফুজ
প্রেম সাগরে দেখলাম ডুবে
নাই সেথা তরঙ্গ ভয়,
আত্মায় আত্মায় হইলে মিলন
মহাপিরিত তারে কয়।
আমার এ জিবন তরীতে দয়াল
মাঝি হইয়া এসো,
তুমি যেন হইয়া আমার
আমার হইয়াই হাসো।
আমি চাইনা পিরিত রাখতে বাকী
জিবন বিলাইব তব পায়।
দয়াল, প্রেমে তোমার পুরাইয়া আপন
প্রাণ বিলাব প্রাণে,
আমার বলতে না রাখিব
লুটাইব চরণে।
শুধু চায় সুধা লাবিবের প্রাণে
ছেড়োনা আধার মায়ায়।
রচনাকাল – 21/03/2013