লেখক – লাবিব মাহফুজ চিশতী
1.
পূবালী বাতাস আনে শ্যামের সুবাস প্রিয়
নীলাম্বরী মেঘে সাদা পাল তুলে,
দোলে বন বনান্ত শ্যামল শিহরণে
মোর প্রিয়ার পরশ জাগে, মন্দির তলে।
2.
আজ আকাশ সাকী, ঢালছে শারাব
মাটির পেয়ালায়,
দীল মদিরা, মাতাল তরে
শ্রাবন পানশালায় ।
আরো সাকী, ভর পেয়ালা,
হরদম যে রয় তৃষাতুর,
আনো বাদল শারাব, গোলাপ কুঞ্জে,
দীল মুর্শিদের আস্তানায়।
3.
আমরা প্রতিনিয়ত চাই সুখ
যা কখনো না পাই,
শুধু কষ্টকে মেনে নেওয়ার
সুখটুকু হারাই।
4.
সে শুধু দিয়ে যায়
নিঃস্ব করে আপনারে,
চুপিসারে সে
নিজেরে বিলায় পূর্ণরূপে
আমাদের তরে।
দিয়ে যায় সে অবিরাম
নিঃশেষ হয়ে আপনায়,
তার নিবেদিত প্রাণ
জাগুক চির মূর্ত হয়ে,
আমাদের পূর্ণতায়।
5.
খুলে দাও, হৃদয়ের দরজা বসন্তের হাওয়া, অবশ্যই আসবে,
একটি আবদ্ধ ঘরে, অন্ধকারে, আর কতক্ষণ বন্দী থাকবে?
6.
এতো করে ভালোবাসি যারে
স্বরণের কাননে এতো খুঁজি যারে
যারে এত চাই, বারে বারে যারে এতই হারাই,
সে কি আসিবে! আমার এ কান্না নদীর তীরে?
আমার বুকের বালুচরে!
প্রতিক্ষায় যার, প্রতিক্ষণ আমি, শুধু প্রহর গুনে যাই…
7.
যে কথাটি আমি কহিতে চাহি
আজো না পারিলাম প্রকাশিতে তায়,
হৃদয়ে যতনে সাজানো রহিল
অধরে আমার না আসিল হায়।
8.
দ্বীপ জ্বেলে গৃহ মাঝে
অপলক চেয়ে থাকা
স্বপ্নের তুলিতে –
রাতের ক্যানভাসে জীবনের ছবি আঁকা!
এইতো সাধের জীবন আমার
হাতে গড়া মোর প্রাণ
তারার বাসরে, স্বপন সায়রে
চলিতেছে অন্তহীন!
9.
আমি আকাশের মতো দিবো সুনীল সাগর
গোধূলীর মতো দিবো স্বর্ণ বাসর।
আমি পথের মতন দিবো পথিকের প্রাণ
নদীর মতন দিবো গতি বহমান।
আমি আপনারে বিলাইব জগতে নিতি
গাইবো স্তব ত্যাগের, প্রেমের বিভূতি।
জগতের পলে পলে নিত্য যে প্রাণ
জাগিবে সে ফের, আমার প্রাণে, লভিয়ে স্থান।
10.
পথ চেয়ে থাকি
যারে ভালোবাসি
বুকে তার পদচিহ্ন আঁকি।
নিশিথের জোছনায় শীতল সমীর ছোয়ায়
খুলে রাখা মোর হৃদয় দুয়ারে, কে যেনো হানে ফাঁকি!
যারে ভালোবাসি
তার তরে সদা জেগে থাকে মোর প্রণয় তৃষিত আঁখি।
লেখক – লাবিব মাহফুজ চিশতী