লাবিব মাহফুজ
হৃদয় প্রদীপ জ্বেলে
দোতরা সুর তুলে
গাই কোন সুরে গান আমি
গাই কোন সুরে গান!
গভীর নিশিথে একা
মন বলে পাবো দেখা
সুরেতে শক্ত হয় মায়ার বাধন।
যদি আর কোনোদিনও না হয় দেখা
তবু হৃদয় মন্দিরে তুমি সখা –
প্রিয় হয়ে থেকো তুমি হৃদয়ে প্রিয়
জনমে জনমে মোর সুরের ই যে প্রাণ।
অন্ধকারে মায়াবী সুরে, একা একা সারানিশি
হৃদয়ে ব্যাথাগুলি অজানা সুর তুলে,
বলে তোরে ভালোবাসি।
হৃদয় চরাচরে, মনেরই গভীরে,
ভালোবাসাগুলি হাত বাড়ায়
হৃদয়ে মায়ার ছলে, আশার প্রদীপ জ্বলে
একা একা কেনো নিভে যায়।
তবু চিরকাল তোমারি আশায় প্রিয়
হাত বাড়াবে এ মন।
রচনাকাল – 12/06/2012